এই এক শাড়ী একদম বসন্ত পর্যন্ত নিয়ে যেতে চাই

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

এই এক শাড়ী একদম বসন্ত পর্যন্ত নিয়ে যেতে চাই

নুরজাহান নূর || টাঙ্গাইল, ০৯ জানুয়ারি ২০২১ : আসসালামু আলাইকুম। আমি টাংগাইলের মেয়ে নুরজাহান।

সবাই কেমন আছেন?? গত তিন চারদিন আগে আমার এই শাড়ীর ছবি আপলোড করি এবং প্রচুর রেসপন্স পাই,,, আলহামদুলিল্লাহ 🥰। আমার এই শাড়ীটা যে দেখেছে সেই পছন্দ করেছে,,,। ১০/১৫ বছর রং তুলি হাতে নিয়েছি,,। এবং এত প্রশংসা পেয়েছি,,। একটা মাত্র শাড়ী করেছি এবং প্রথম পোস্টেই আমার শাড়ী দেশের বাইরে চলে যাচ্ছে এই উই-এর মাধ্যমে 🥰। আমি খুবই খুশি এই ব্যাপারটাতে। ধন্যবাদ নাসিমা আক্তার নিশা আপু এবং রাজিব অাহমদ স্যারকে এত সুন্দর প্ল্যাটফর্ম করার জন্য। আমি এই এক শাড়ী একদম বসন্ত পর্যন্ত নিয়ে যেতে চাই,,। এক শাড়ী বিক্রি করে অর্ধলাখপতির আপডেট দেওয়ার আশা রাখছি। সবার রেসপন্স এ আমার বিশ্বাস বেড়ে গেছে৷ ধন্যবাদ সবাইকে।