সাংবাদিক মানিক সাহা স্মরণসভা অাজ

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

সাংবাদিক মানিক সাহা স্মরণসভা অাজ

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ১৫ জানুয়ারী ২০২১ : দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত আন্তর্জাতিক সততা পুরষ্কারে ভূষিত বাংলাদেশের একমাত্র সাংবাদিক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত অকুতোভয় কলমযোদ্ধা মানিক সাহার ১৭তম শাহাদাৎবার্ষিকী অাজ।

দিবসটি স্মরণে অদ্য ১৫ জানুয়ারি ২০২১ সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে ‘সাংবাদিক মানিক সাহার সুহৃদবৃন্দ’।

অনুষ্ঠানে গণমাধ্যম ব‍্যক্তিত্ব ও রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আপনি সবান্ধব ও সপরিবারে আমন্ত্রিত।

প্রসঙ্গত: সাংবাদিক ও মানবাধিকারকর্মী মানিক সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুর এলাকায় দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন।

২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুর এলাকায় দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত আন্তর্জাতিক সততা পুরষ্কারে ভূষিত বাংলাদেশের একমাত্র সাংবাদিক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত অকুতোভয় কলমযোদ্ধা মানিক সাহার ১৭তম শাহাদাৎবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।