সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ১৬ জানুয়ারি ২০২১ : উপমহাদেশের কমিউনিস্ট অান্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা অান্দোলনের নেতা, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা, অাজীবন বিপ্লবী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ১৮তম মৃত্যুবার্ষিকী কাল। এ উপলক্ষে অাগামীকাল ১৭ জানুয়ারি ২০২১ রোববার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকায় ৩০ তোপখানা রোডস্থ ওয়ার্কার্স পার্টি চত্বরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
অন্যদিকে, এ উপলক্ষে যশোর-নড়াইলের বাঁকড়ীতে কমরেড অমল সেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে দু’দিনব্যাপি চলবে এ অনুষ্ঠান।
আগামীকাল রোববার দুপুর বারোটায় অমল সেনের সমাধিতে অমল সেন স্মৃতিরক্ষা কমিটির নেতৃবৃন্দ,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করবেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নড়াইল-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল জেলা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম। দ্বিতীয় দিন ১৮ জানুয়ারি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন।পরে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ এর কারণে এবারের আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে জানালেন ‘অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র সম্পাদক অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস।
কমরেড অমল সেন স্মরণে শ্রীমঙ্গলেও অালোচনা সভার অায়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
উপমহাদেশের কমিউনিস্ট অান্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা অান্দোলনের নেতা, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা, অাজীবন বিপ্লবী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ১৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়ার প্রখ্যাত রায় পরিবারে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ১৭জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন অমল সেন
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D