চিনিশিল্প রক্ষা করার দাবীতে নাটোরে চিনিকল ও আখচাষী সমিতির প্রতিনিধিসভা কাল 

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

চিনিশিল্প রক্ষা করার দাবীতে নাটোরে চিনিকল ও আখচাষী সমিতির প্রতিনিধিসভা কাল 

নাটোর, ২২ জানুয়ারি ২০২১ : রাষ্ট্রায়ত্ব চিনিকল বন্ধ, চিনিকল অঞ্চলে আখচাষ নিরুৎসাহিত করার প্রতিবাদ এবং চিনিকলের আধুনিকায়ন ও বহুমুখীকরণের মাধ্যমে এই শিল্প রক্ষা ও লাভজনক করার দাবীতে ১৪টি চিনিকলের শ্রমিক ও আখচাষীদের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছে কাল।

আগামীকাল ২৩ জানুয়ারী ২০২১ শনিবার সকাল ১১টায় নাটোরের সরকারী এন. এস কলেজ অডিটোরিয়ামে ১৪টি চিনিকলের শ্রমিক ও জাতীয় আখচাষী সমিতির যৌথ উদ্যোগে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।

বিশেষ অতিথি জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরূল আহসান ও জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ।

সভাপতিত্ব করবেন আখচাষী সমিতির নেতা অধ্যক্ষ ইব্রাহীম খলিল।

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরূল আহসান ও জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ বলেন, সরকার প্রজ্ঞাপন জারি করে ৬টি চিনিকলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করেছে। চালু চিনিকলগুলোতেও আখচাষে সকল সহযোগিতা বন্ধ করেছে। বিশেষ করে কৃষি উৎপাদনের অন্যতম উপাদান সার, কীটনাশক ও  ঋণ সরবারহ বন্ধ করা হয়েছে। এরূপে পরোক্ষভাবে আখচাষিদের আখচাষে নিরুৎসাহিত ও আতঙ্কিত করে তোলা হচ্ছে। এসব কারণে এ প্রতিনিধি সভার অায়োজন করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ব চিনিকল বন্ধ, চিনিকল অঞ্চলে আখচাষ নিরুৎসাহিত করার প্রতিবাদ জানিয়ে এবং চিনিকলের আধুনিকায়ন ও বহুমুখীকরণের মাধ্যমে এই শিল্প রক্ষা ও লাভজনক করার দাবীতে চলমান অান্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।