সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি || কমলগঞ্জ (মৌলভীবাজার), ২৭ জানুয়ারি ২০২১ : মুজিববর্ষ উপলক্ষে চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় কমলগঞ্জে ১৪৬০ চা শ্রমিক পরিবারে সমাজ সেবা অধিদফতরের ৭৩ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিঙ্গা, দেওড়াছড়া, ফুলবাড়ি ও শমশেরনগর চা বাগানের ১৪৬০ পরিবারে এককালীন ৫ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
অনুদানের চেক পেয়েছে রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগানের ২৯৫ টি, দেওড়াছড়া চা বাগানের ২৮০ টি, কমলগঞ্জর সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের ২১০ টি ও শমশেরনগর চা বাগানের ৬৭৫ টি চা শ্রমিক পরিবার।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভার শেষে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ করেন। একই সাথে মিরতিঙ্গা চা বাগানে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকের নবনির্মিত একটি ঘরের উদ্বোধন করে ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।
চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ বর্মা, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক (বাবুল) ও মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিদ আলী।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D