সিলেট ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১
বিশেষ প্রতিনিধি || ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৮ জানুয়ারি ২০২১ : বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা-প্রতিষ্ঠানের বেতন ফি ন্যূনতম ৫০% মওকুফের দাবিতে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর এক যৌথ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী ২০২১ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক অতুলন দাস আলাের সঞ্চালনায় ও ছাত্রলীগ-বিসিএল’র সভাপতি গৌতম শীলের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল’র সাধারণ সম্পাদক মােঃ মাহফুজুর রহমান রাহাত, সহ- সভাপতি নােমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ নিলয়, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি কাজী আব্দুল মােতালেব জুয়েল, সহ-সভাপতি রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক অদিতি আদ্রিতা সৃষ্টি, দপ্তর সম্পাদক ঈশান খান ফয়সাল প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রুবাইয়াত ফেরদৌস।
মানববন্ধনে বক্তারা দেশে চলমান নানান অন্যায়-দুর্নীতির কথা তুলে ধরে, করােনাকালীন সময়ে নাজুক অর্থনৈতিক অবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি নূন্যতম ৫০% মওকুফের দাবি জানান। এছাড়াও শিক্ষার্থীদের করােনাকালীন সময়ে প্রযুক্তিগত সহায়তা না করেই অনলাইন ভিত্তিক ক্লাস-পরীক্ষা নেয়ার নিন্দা জ্ঞাপন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি কাজী আব্দুল মােতালেব জুয়েল।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল’র সভাপতি গৌতম শীল আগামী ২ ফেব্রুয়ারি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি নূন্যতম ৫০% মওকুফ ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলােকে মানের ভিত্তিতে শ্রেণিবিন্যাস করে একই বেতন-ফি কাঠামােতে আনার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবর স্মারক লিপি প্রদানের কর্মসূচি ঘােষনা করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D