হবিগঞ্জে অাওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

হবিগঞ্জে অাওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম

Manual6 Ad Code

সৈয়দা তাহমিনা বেগম, বিশেষ প্রতিনিধি || হবিগঞ্জ, ৩১ জানুয়ারি ২০২১ : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম।

Manual8 Ad Code

শনিবার (৩০ জানুয়ারি) আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন সহ তাকে নৌকা প্রতীক প্রদান করেন।

এতে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০১৫ সালে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে কারাগার থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। পরে ধানের শীষের প্রার্থী হয়ে হবিগঞ্জ-৩ আসনে জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করায় মেয়র পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর উপ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন পৌর আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর পৌরসভায় ব্যাপক উন্নয়ন সাধন করেন। আগামী ২৮ ফ্রেব্রুয়ারি ৫ম দফায় ৩১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তালিকায় হবিগঞ্জও রয়েছে।

Manual5 Ad Code

এদিকে আতাউর রহমান সেলিম তৃণমূল থেকে উঠে আসা কারাবরণকারী ও জননন্দিত নেতা। তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন ছাড়াও যুবলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে বর্তমানে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রতিকূল অবস্থায়ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ও দলকে সুসংগঠিত করেছেন।

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় জেলা যুবলীগের সভাপতি মো: আতাউর রহমান সেলিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ