কুমিল্লায় ৫ দিনব্যাপী ১২৭তম স্কাউট লিডার বেসিক কোর্স’র উদ্বোধন

প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

কুমিল্লায় ৫ দিনব্যাপী ১২৭তম স্কাউট লিডার বেসিক কোর্স’র উদ্বোধন

কুমিল্লা (দক্ষিণ), ০১ ফেব্রুয়ারি ২০২১ : কুমিল্লা জিলা স্কুলে ৫ দিনব্যাপী ১২৭তম স্কাউট লিডার বেসিক কোর্স-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা ১১ টায় কুমিল্লা জিলা স্কুলে এ কোর্সের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাছান, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষকা ও বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের কমিশনার রাশেদা আকতার, সদর উপজেলা স্কাউটস কমিশনার ও হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সদর উপজেলা স্কাউটস সম্পাদক আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, কোর্স লিডার কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক রহিমা আক্তার, সহকারী শিক্ষক দেবরাজ ঘোষসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। ৫ দিনব্যাপী ১২৭ তম স্কাউট লিডার বেসিক কোর্সে ৪২ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।