সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
স্টাফ রিপোর্টার || রাজশাহী, ০৩ ফেব্রুয়ারি ২০২১: করোনার বিরূপ প্রভাব পড়েছে প্রতিটি খাতে। বাদ যায়নি সংবাদপত্রও। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদ পত্রিকাও করোনার প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করছে। তবে করোনার ধাক্কা সামলে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পাঠকপ্রিয় এই পত্রিকাটির সম্পাদক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।
সোনালী সংবাদের ২৭ বর্ষ পূর্তি এবং ২৮ বছরে পদার্পণ অনুষ্ঠানে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। বুধবার প্রতিষ্ঠার ২৮ বছরে পদার্পণ করেছে পত্রিকাটি। এ দিন সন্ধ্যায় রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোড়ে সোনালী সংবাদ কার্যালয়ে ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, নানা চড়াই-উৎরাই পার করে ২৭ বছর পার করল সোনালী সংবাদ। সবার আন্তরিকতা এবং প্রচেষ্টায় পত্রিকাটি করোনার বিপর্যয় কাটিয়ে সামনে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী সংবাদ সম্পাদক ও রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. লিয়াকত আলী। তিনি তার বক্তব্যের শুরুতেই দীর্ঘ ২৭ বছরে সোনালী সংবাদের যেসব সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী প্রয়াত হয়েছেন তাদের স্মরণ করেন। শ্রদ্ধা জানান তাদের স্মৃতির প্রতি। এরপর প্রয়াত কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বার্তা সম্পাদক আবদুল করিম। শেষে সোনালী সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়।
এর আগে অনুষ্ঠানে সোনালী সংবাদ সম্পাদক মো. লিয়াকত আলী বলেন, ২৭ বছর আগে মফস্বল শহর থেকে দৈনিক পত্রিকা প্রকাশ করার উদ্যোগটা ছিল অনেক কঠিন। তারপরও সোনালী সংবাদ যাত্রা শুরু করেছিল। দীর্ঘ এই সময়ে অনেক চড়াই-উৎরাই পার করতে হয়েছে। করোনাকালে নতুন এক কঠিন পরিস্থিতির সামনে পড়ে সোনালী সংবাদ। তারপরও সোনালী সংবাদের কর্মীদের বেতন কমানো হয়নি, কোন মাসের বেতন বকেয়াও থাকেনি। ইতোমধ্যে করোনার টিকা আবিষ্কার হয়েছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে করোনার ধাক্কা সামলে সোনালী সংবাদ আবারও অগ্রযাত্রা শুরু করবে।
নির্বাহী সম্পাদক মাহমুদ জামাল কাদেরী বলেন, এখন প্রতিযোগিতার যুগ। সেটি মাথায় রেখেই সোনালী সংবাদের কর্মীরা কাজ করছেন। এখনও নানা প্রতিবন্ধকতা আছে। সেসব কাটিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করছি। বার্তা সম্পাদক আবদুল করিম বলেন, পরিবর্তিত যুগে পাঠকের চাহিদা যেমন বাড়ছে তেমনি চাহিদার পরিবর্তন ঘটছে। বিষয়টি মাথায় নিয়ে সোনালী সংবাদের গুণগত মান বৃদ্ধি এবং আরও ভাল রিপোর্ট যেন হয় সেই চেষ্টা করা হবে।
ভারপ্রাপ্ত প্রধান প্রতিবেদক মোমিনুল ইসলাম বাবু বলেন, কঠিন সময় পার করে সোনালী সংবাদের এগিয়ে আসার অভিজ্ঞতা রয়েছে। সবাই আর একটু আন্তরিক হলে অগ্রযাত্রা কঠিন হবে না। মফস্বল বার্তা সম্পাদক কাজী নাজমুল ইসলাম বলেন, বিভিন্ন জেলা-উপজেলার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করা হবে যেন তাদের সঙ্গে সোনালী সংবাদের সম্পর্ক আরও দৃৃঢ় হয়।
প্রধান চিত্রসাংবাদিক জাবীদ অপু বলেন, দীর্ঘদিন সোনালী সংবাদের সঙ্গে থেকে চড়াই-উৎরাই দেখেছি। পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী শক্ত হাতে হাল ধরে পরিস্থিতি সামাল দিয়েছেন। আর অভিভাবকের মতো মাথার ওপর থেকেছেন ব্যবস্থাপনা পরিচালক ফজলে হোসেন বাদশা এবং চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। এই তিনজনের নেতৃত্বে সোনালী সংবাদ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিজ্ঞাপন ব্যবস্থাপক রেজাউল করিম রেজা, স্টাফ রিপোর্টার রিমন রহমান, সম্পাদনা সহকারী সাইদুর রহমান ও কম্পিউটার অপারেটর সানাউল্লাহ সরকার রেন্টু।
উপস্থিত ছিলেন- সিনিয়র নির্বাহী একরামুল হক মাসুদ, হিসাব কর্মকর্তা ইকবাল হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সিনিয়র ফটোসাংবাদিক কবীর তুহিন, সম্পাদনা বিভাগের জহিরুল ইসলাম, মিজানুর রহমান টুকু, আবদুস সালাম টিটুল, বিজ্ঞাপন সহকারী ম্যানেজার মোস্তাক হোসেন, আবু বকর খোকন, আবদুর রহমান, সার্কুলেশন ম্যানেজার হারুন-অর-রশিদ, কম্পিউটার বিভাগের মাহবুবুল আলম জুয়েল, সালাহউদ্দিন আহমেদ তুফান, ইসমাইল হোসেন রঞ্জন, এনায়েত কবির মিলন, স্টাফ রিপোর্টার মাহী ইলাহি, শিরিন সুলতানা কেয়া, জগদীশ রবিদাস, সার্কুলেশন সহকারী জসিম উদ্দিন, রঞ্জু আলী, শাহীনূর রহমান, পেস্টিং বিভাগের হারুন-অর-রশিদ, মাসুম আলী, রজব উদ্দিন প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D