মৌলভীবাজারেও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক যাত্রা

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

মৌলভীবাজারেও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক যাত্রা

স্টাফ রিপোটার || মৌলভীবাজার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ : অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট সাড়া দেশের ন্যায় মৌলভীবাজারেও একযোগে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার সকালে মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা সড়কস্থ শহীদ আইভি রহমান অডিটোরিয়ামে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব।

ঢাকা পোস্টের মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইলেট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বকসি মিছবাহউর রহমান, বাংলার দিন পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ফেরদৌস আহমদ দুলাল, এশিয়ান টিভির প্রতিনিধি ও মৌলভীবাজার২৪ ডট কমের সম্পাদক মোঃ মাহবুর রহমান রাহেল, সাংবাদিক মাসুদ আহমদ, যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগঅ সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব।

এছাড়াও জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।