সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
বিশেষ প্রতিনিধি || বগুড়া, ১৭ ফেব্রুয়ারি ২০২১ : “অবিলম্বে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। মসুর ডাল,চাউল সয়াবিন তেলের দাম বৃদ্ধি এ অবস্থায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে।” আজ ১৭ ফেব্রুয়ারি ২০২১ বেলা ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বগুড়া জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে চাল, ডাল, তেল, পিয়াজ, সবজিসহ নিত্য পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য জননেতা কমরেড মাহমুদুল হাসান মানিক এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা সংকটে সকল মানুষের আয় কমেছে, কর্মহীন হয়েছে অনেকে; দারিদ্র বেড়েছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি জনজীবনকে পর্যুদস্ত করে ফেলছে।
কমরেড মানিক বলেন, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, খাদ্য পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং গ্রাম-শহরে শ্রমজীবী ও মধ্যবিত্তদের জন্য আর্মি রেটে রেশনিং ব্যবস্থা এবং গণবণ্টন ব্যবস্থা চালুর দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা সভাপতি আব্দুর রউফ। বক্তব্য রাখেন বগুড়া জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রোম, জেলা সদস্য জেব উন নাহার, জাহিদুল ইসলাম, আবুল কাশেম মোল্লা, সাইফুল ইসলাম সুমন ও গোলাম রব্বানি মুকুল।সভায় কেন্দ্রীয় সার্কুলার ও জেলা রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রোম।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D