ভাষা শহীদদের স্মৃতির প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

ভাষা শহীদদের স্মৃতির প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২১ : ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় প্রমুখ।