সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
শেখ সুহা || ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২১ : উইকে ভালোবাসি ব্যক্তিকে না 🥰
আমার ধারণা বা চিন্তাভাবনা হয়তো অনেকের সাথেই মিলবে না তাও বলবো, আমি উইকে উইয়ের জন্য ভালোবাসি, এক বছর ধরে উই আমার জীবনে যে প্রভাব বিস্তার করেছে তার জন্য ভালোবাসি…. লাখো মানুষের অনুপ্রেরণা হয়েছে তাই উইকে ভালোবাসি তারপর আসে নিশা আপু কথা, রাজিব স্যারের কথা, সাকিব ভাইয়ার কথা, অন্যান্য সকলের কথা….
হ্যাঁ, উইকে শুরু থেকে ফলো করতাম নিশা আপুর গ্রুপ তাই, জানতাম না এর ভবিষ্যৎ, কখনো এর সাথে প্রত্যক্ষভাবে জড়াবো তাও আইডিয়া ছিলোনা😌
অবশ্যই নিশা আপু এই গ্রুপটা তৈরী না করলে, রাজিব স্যার বিভিন্নভাবে গ্রুপটাকে এক্টিভ না করলে, সাকিব ভাইয়া সুনিপুণ ভাবে এখন দায়িত্ব না পালন করলে কিংবা নিশা আপু আমাদের জন্য দৌড়াদৌড়ি না করলে আজ উই এই অবস্থানে আসতে পারতোনা… দেশী পণ্য নিয়ে সবাই মেতে না উঠলে দেশী পণ্যের এই ভীত শক্ত হতোনা!! সবই জানি, সবই সত্য তাও বলবো সবার আগে উইকে ভালোবাসি তারপর সবাইকে শ্রদ্ধা করি😌😌
তাইতো উইয়ের সাথে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে আছি, থাকবো ইনশাআল্লাহ… দিনশেষে উইতে এক্টিভ কম হলেও ব্যাপারটা ভাবায় তাই আসি, পোষ্ট এপ্রুভ এর পাশাপাশি নিজের লেখাগুলি লিখি, কোন মিটাপ হলে ছুটে যেতে মন চায়… কারো জন্য যেতে মন চায়, লিখতে মন চায় তা পরে, আগে মন চায় উইয়ের একজন সদস্য হিসেবে যার সামনে সব ঘটেছে, ১ বছরের এই তুমুল পরিবর্তন… 🥰🥰
উইকে ভালোবাসি বলেই উইয়ের সাথে থাকতে চাই, ব্যক্তি নিশা আপুর পাশে আছি সবসময়ই কিন্তু সবার সাথে মিলেমিশে আগাতে চাই উইয়ের হয়ে 🥰
একটা প্লাটফর্ম অনেক মানুষের জীবন বদলে দিয়েছে তাই এই প্লাটফর্ম এর সাথে থাকাটা আমার জন্য ভাগ্যের ব্যাপার🥰
🌸সুহা🌸
স্বত্তাধিকারীঃ 🌱LongTea-লংটি🌱☕☕
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D