উই এর কালারফুল ফেস্ট  এর আনন্দ!

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

উই এর কালারফুল ফেস্ট  এর আনন্দ!

গোলাম ফরিদা ছন্দা || ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২১ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস। ভাষার মাস। আমাদের প্রিয় উই প্রতিনিয়ত এই বাংলা ভাষায় আমাদের লিখতে শেখায়। অভ্যস্ত হতে শেখায় মায়ের ভাষায় ভালোবাসতে, বিশ্বস্ততা আদানপ্রদান করতে।

সারা পৃথিবী যেখানে এই মাসের বিশেষ তারিখ ২১শে ফেব্রুয়ারি কে বিনম্র শ্রদ্ধার সাথে উদযাপন করে সেখানে আমার দেশ,আমার ভাষাকে নিয়ে, এই মাস কে নিয়ে আমি তো গর্ব করবোই। ❤🖤🤍
এই মাসটি যেমনি মনে করিয়ে দেয় ভাষা শহীদদের ত্যাগের কথা ! তেমনি মনে করিয়ে দেয় সারা পৃথিবীতে এই দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দানের আনন্দের কথা!! আর সেই আনন্দের সাথে যোগ হলো  উই এর কালারফুল ফেস্ট  এর আনন্দ! আফসোস যেতে পারিনি কিন্তু সবার পোস্ট দেখে আনন্দ পেয়েছি।কারন We are We ….যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি থাকলো অভিনন্দন। নিশ্চয়ই সবাই আরও একধাপ এগিয়ে গেলেন। ❤❤
এতো বড় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট এর জন্য নিশা আপু কে ধন্যবাদ । অবশ্য ধন্যবাদ তো তার আগাগোড়াই প্রাপ্য। আবারও উই বন্ধু দের সবার প্রতি রইলো অফুরান ভালোবাসা।আর সবার কাছে চাই আশীর্বাদ যেন আমার দুই কন্যা তাদের মায়ের ভাষাতে,মায়ের হাসিতে এমনি জড়িয়ে থাকতে পারে সবসময়। ❤❤।আর ভাষা শহীদ দের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। 🙏🙏🌺🌺
আমি গোলাম ফরিদা ছন্দা Golam Farida Chhonda
কাজ করছি টাঙ্গাইলের তাঁত শাড়ি নিয়ে।
স্বত্বাধিকারী
🌺রূপসী নন্দিনী
শাড়িতে নারী 🌺
👉এই পন্যের গুণগত মান আমি ব্যক্তিগতভাবে যাচাই করেই এর পরিচিতি পোস্ট করেছি।এই পন্যের দায়ভার আমারই।এর ক্রয় বিক্রয়ের সংগে কোন ভাবেই ‘উই’ সম্পৃক্ত নয়। তাই “উই” কোন দায়ভার ও বহন করে 👈