বঙ্গবন্ধু ও চার মূলনীতি শীর্ষক ওয়ার্কার্স পার্টির আলোচনাসভা ১৩ মার্চ

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১

বঙ্গবন্ধু ও চার মূলনীতি শীর্ষক ওয়ার্কার্স পার্টির আলোচনাসভা ১৩ মার্চ

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি || ঢাকা, ০৬ মার্চ ২০২১ : দুনিয়ার মজদুর এক হও। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়বো। – এই শ্লোগান ও প্রত্যয় নিয়ে আগামী ১৩ মার্চ ২০২১ শনিবার সকাল ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (সেমিনার হল, ২য় তলা, ঢাকা) মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও চার মূলনীতি শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

এতে মূল পত্র উপস্থাপন করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
উক্ত সেমিনারে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ