ত্রৈমাসিক ‘ছাত্রমৈত্রী’ প্রকাশনাটি কিছুটা হলেও আপনাদের মনের খোরাক মেটাতে পারবে বলে আমরা আশাবাদী

প্রকাশিত: ৫:৩১ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২১

ত্রৈমাসিক ‘ছাত্রমৈত্রী’ প্রকাশনাটি কিছুটা হলেও আপনাদের মনের খোরাক মেটাতে পারবে বলে আমরা আশাবাদী

নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ০৮ মার্চ ২০২১ : প্রিয় সহযোদ্ধা ও শুভাকাঙ্খীবৃন্দ,

শুভেচ্ছা ও লাল সালাম । ২০তম জাতীয় সম্মেলনের পরে বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় প্রকাশনা “ছাত্রমৈত্রী” নানা চ্যালেঞ্জকে অতিক্রম করে চলতি বছরের প্রথম সংখ্যাটি প্রকাশিত হলো। নিয়মিত বুলেটিনের পাশাপাশি ত্রৈমাসিক হিসাবে “ছাত্রমৈত্রী” প্রকাশনাটি কিছুটা হলেও আপনাদের মনের খোরাক মেটাতে পারবে বলে আমরা আশাবাদী। ত্রৈমাসিক “ছাত্রমৈত্রী” এর সৌজন্য মূল্য রাখা হয়েছে মাত্র চল্লিশ টাকা।

****====****====****====****

স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে চলতি বছরের মে মাসে বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। উক্ত সংখ্যায় স্থান পাবে পঞ্চাশ বছরের রাজনীতির ইতিহাস, শিক্ষা, ছাত্র আন্দোলনসহ সমসাময়িক বিষয়ে পর্যালোচনামূলক মতামত, ছোটগল্প, কবিতা, রম্যরচনা । কার্টুনিস্ট কিশোরের প্রতি নির্যাতনের প্রতিবাদে প্রকাশনার বিভিন্ন পাতায় স্থান পাবে প্রতিবাদের শৈল্পিক ভাষা কার্টুন। আমরা বিশ্বাস করি, বরাবরের মত আপনাদের খুরধার লেখনী ও পেন্সিল-তুলির ছোঁয়ায় “ছাত্রমৈত্রী” এগিয়ে যাবে তার কাঙ্খিত লক্ষ্যে।

লেখা পাঠাতে ইমেইল করুনঃ
cs.moitribd1980@gmail.com

যোগাযোগ-
সুমাইয়া ঝরা
সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক
বাংলাদেশ ছাত্র মৈত্রী।
মোবাইলঃ +8801799367675

এ সংক্রান্ত আরও সংবাদ