আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আউয়াল সরকার ইন্তেকাল করেছেন

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আউয়াল সরকার ইন্তেকাল করেছেন

ঢাকা, ০৯ মার্চ ২০২১ : কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল আউয়াল সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আউয়াল সরকার সোমবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং দলের জাতীয় কমিটির সদস্য আব্দুল আউয়াল সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে দল একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো।’
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের জাতীয় কমিটির সদস্য আব্দুল আউয়াল সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল আউয়াল সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
শোক বিবৃতিতে তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ