ই ক্যাব এর মেম্বারশিপ রিনিউ এখন আরো সহজ

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

ই ক্যাব এর মেম্বারশিপ রিনিউ এখন আরো সহজ

নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ১১ মার্চ ২০২১ : ই ক্যাব এর মেম্বারশিপ রিনিউ এখন আরো সহজ।

Renew.e-cab.net
এক্সপ্রেস রিনিউ পোর্টালে গিয়ে কোম্পানির নাম এবং মেম্বারশিপ আইডি দিয়ে ১-৩ বছরের বার্ষিক চাঁদা পে করতে পারবেন মাত্র ১ মিনিটেই।
ভিসা, মাস্টারকার্ড, এমেক্স সহ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। একদিনের মধ্যেই হালনাগাদ মেম্বারশিপ সার্টিফিকেট পৌঁছে যাবে আপনার ইমেইলে।

সহজ এই প্রক্রিয়াটি “ই-বিজনেস সাপোর্ট সেন্টার” এর তত্ত্বাবধানে বিনামূল্যে তৈরি করেছে “ব্রেকবাইট ইবিজনেস লিমিটেড”
কত বছরের চাঁদা বাকি আছে বা মেম্বারশিপ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন: +8801844696010

এ সংক্রান্ত আরও সংবাদ