মুফতি পরিবার এর  ঐতিহ্য ও আমাদের গ্রাম 

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

মুফতি পরিবার এর  ঐতিহ্য ও আমাদের গ্রাম 

হোসেন শহীদ মুফতি || চট্টগ্রাম, ১১ মার্চ ২০২১ : আমাদের প্রপিতামহের পিতা হযরত মাওলানা মুফতি গরীবউল্লাহ (র:) এর রওজা মোবারক। মোঘল আমলে তাঁর পান্ডিত্য, যশ,খ্যাতি, বিচারিক ক্ষমতা, রুহানিয়ত ও কামেলিয়তির কারণে চট্টগ্রামে “মুফতি পরিবার”  আলোকিত হয়ে উঠে।  উনি বিয়ে করেন তৎকালীন মোঘল নবাব ওয়ালীবেগ খান ( যিনি চট্টগ্রামের চকবাজারে অবস্থিত ঐতিহ্যবাহি প্রাচীনতম মসজিদ ওলী খাঁ মসজিদ নির্মাণ  করেন)  এঁর মেয়ে জাহানারা বেগমকে। যার সম্মানার্থে আমাদের গ্রামের নাম জাহানপুর নামাকরণ করা হয়। তাঁর সন্তান আমাদের প্রপিতামহ হযরত মুফতি অধ্যাপক ফয়েজ উল্লাহ  বিয়ে করেন ঢাকার নবাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব সলিম উল্লাহ খান এর মেয়েকে।

এ সংক্রান্ত আরও সংবাদ