মহিলা পরিষদের ‘নারী নেতৃত্বের বিকাশ ও সমতাপূর্ণ ভবিষ্যত গড়ার অঙ্গীকার’ বিষয়ক অনলাইন সভা কাল

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

মহিলা পরিষদের ‘নারী নেতৃত্বের বিকাশ ও সমতাপূর্ণ ভবিষ্যত গড়ার অঙ্গীকার’ বিষয়ক অনলাইন সভা কাল

ঢাকা, ১২ মার্চ ২০২১ : আগামীকাল ১৩ মার্চ ২০২১ শনিবার বিকেল ৩ টায় বাংলাদেশ মহিলা পরিষদের ৫০তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির আওতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংগঠনের ঢাকা মহানগর কমিটির আন্দোলন উপ পরিষদের উদ্যোগে ’’নারী নেতৃত্বের বিকাশ ও সমতাপূর্ণ ভবিষ্যত গড়ার অঙ্গীকার” বিষয়ক আলোচনা সভা অনলাইনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর কমিটির সভাপতি মাহাতাবুন নেসা।

স্বাগত বক্তব্যে প্রদান করবেন ঢাকা মহানগর কমিটির  সাধারন সম্পাদক, রেহানা ইউনুস, বিষয় ভিত্তিক কর্মসূচীর সূত্রপাত করবেন, সহ সাধারন সম্পাদক মঞ্জু ধর। আলোচনা সভায় বক্তব্য প্রদান করবেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক সম্পাদক রেখা সাহা। বক্তব্য প্রদান করবেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং  ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মর প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিয়া আফরিন ও মোঃ সাজিদ রুবেল। সঞ্চলনায় থাকবেন ঢাকা মহানগর কমিটির আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুননেসা খান।অনুষ্ঠানটি অনলাইন মাধ্যম জুম-এ সরাসরি সম্প্রচারিত করা হবে।