বিজনেস পলিসি’র অন‍্যতম দুটি প্রধান দিক হলো সততা ও স্বচ্ছতা

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২১

বিজনেস পলিসি’র অন‍্যতম দুটি প্রধান দিক হলো সততা ও স্বচ্ছতা

জান্নাতুল ফেরদৌসী || বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৪ মার্চ ২০২১ : ব‍্যবসায়ে নীতির অন‍্যতম দুটি প্রধান দিক হলো সততা ও স্বচ্ছতা।

ব‍্যবসায়ে দীর্ঘদিন টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই এই দুটি বিষয় মেনে চলতে হবে। ব‍্যবসায়ে সৎ থাকাটা খুব জরুরি। অসাধু উপায়ে বেশি দিন টিকে থাকা যায় না। ধরুন আপনি শাড়ি বা থ্রীপীচ নিয়ে কাজ করেন। আপনার নির্ধারিত মূল্যের চেয়ে পণ্যের মান খারাপ। আপনি প্রথম প্রথম কাস্টমার পেলেও একসময় পুরো বসে যাবেন। কারণ মনে রাখবেন কাস্টমার শুধু পণ‍্যই কেনে না সাথে সাথে সমস্যার সমাধান কেনে। তাহলে এটা ভাবুন আপনার পণ‍্য কাস্টমারের সমস্যা দূর করল নাকি বাড়িয়ে তুলল।
তাই কোয়ালিটির সঙ্গে নো কম্প্রোমাইস। আপনার পণ্য ভালো হলে দেরিতে হলেও সাফল্য আসবে।

ব‍্যবসায়ে স্বচ্ছতা থাকাটাও খুব জরুরী। আপনার কাস্টমারকে আপনার পলিসি সম্পর্কে স্বচ্ছ রাখুন। ধরুন প্রডাক্ট প্রাইস ফিক্সড নাকি ফ্লেক্সিবল, ডেলিভারি চার্জ ফ্রী নাকি এড হবে নাকি কন্ডিশনে এসব বিষয়ে কাস্টমারকে ক্লিয়ার ধারণা দিন। এতে ক্রেতা বিক্রেতার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় না।

আমি জান্নাতুল বরগুনা পাথরঘাটার মেয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ‍্যয়নরত। কাজ করছি হ‍্যান্ড পেইন্ট প্রোডাক্ট নিয়ে।
ছবিতে হ‍্যান্ড পেইন্ট টু পীচ, ফেব্রিক কটন এবং মসলিন ওড়না।
কালার ডিজাইন কাস্টমাইজ করে দেয়া যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ