সিলেট ২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১
বিশেষ প্রতিনিধি || ঢাকা, ১৯ মার্চ ২০২১ : সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী ২৪ মার্চ সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সাক্ষরিত একটি বিশেষ চিঠিতে বিক্ষোভ সমাবেশের উদ্যোগ নিতে দলের প্রতিটি জেলা কমিটির নেতৃবৃন্দদের প্রতি নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়, ‘সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হেফাজত ও জামায়াতের হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী ২৪ মার্চ সারা দেশে সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ ও সমাবেশ করার আহ্বান জানানো হচ্ছে।’
চিঠিতে উল্লেখ করা হয়, ওয়ার্কার্স পার্টির সকল জেলা নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে; একাত্তরের ঘাতক দালার নির্মূল কমিটি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সকল সাম্প্রদায়িক বিরোধী সংগঠনদের নিয়ে যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশ করার অনুরোধ করা যাচ্ছে।’
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D