সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক || রাজশাহী, ২৮ মার্চ ২০২১ : স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত শিবির ও তার সহযোগী হেফাজতে ইসলামের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২ নম্বর ওয়ার্ড কমিটির নেতাকর্মিরা।
রোববার (২৮ মার্চ ২০২১) সন্ধ্যায় রাজশাহী শহরের কোর্ট স্টেশন এলাকায় শহীদ জামিল আক্তার রতন স্মৃতি সংসদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হড়গ্রাম কাঁচা বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও জামিল স্মৃতি সংসদে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির ২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুস কুদ্দুস টেবলু। বক্তব্য দেন- ওয়ার্ড কমিটির নেতা সাকের আলী, খুরশেদ আলম, রতন শেখ, কমরেড মুরাদ, আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, ‘যারা এদেশের স্বাধীনতাকে এখনো গ্রহণ করতে পারেনি সেসকল অপশক্তিকে আস্তকুড়ে নিক্ষেপ করার সময় এসেছে। মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার কোন বিকল্প নেই। হেফাজত ও জামায়াত দুটি আলাদা নাম হলেও তারা একই সূত্রে গাঁধা। সুতরাং তাদের সাথে কোন আপোস নয়; বরং প্রতিহত করাই বর্তমান সময়ের সঠিক সিদ্ধান্ত।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D