সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১
সাহিত্য বিষয়ক প্রতিবেদন || ঢাকা, ২৯ মার্চ ২০২১: কেন্দ্রসৃষ্ট প্রান্তিকতা প্রতিনিয়ত দূরে ঠেলে দিচ্ছে বাংলার অপরাপর ভাষাগুলোকে। সেই প্রান্তিকতার খাদ বা খাদের কিনারা থেকে সমকালীন সাহিত্যে তথা বাংলা কবিতায় তাদের উপস্থিতি চিহ্নায়নের তাগিদ থেকেই এই সংকলনের অভিপ্রায়।
মারমা, চাকমা, গারো ও মণিপুরি ভাষিক সম্প্রদায়ের চার তরুণ তাদের চিন্তা, ভাবনা, চেতনা, আশা, আকাঙ্ক্ষা, প্রেম সবকিছু লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। উপরন্তু নিবিড় পাঠে পারস্পরিক ভাবের আদান-প্রদান, জাতীয় সংহতি, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়ও উঠে আসে কবিতাগুলোয়।
তাই, সংকলনভুক্ত কবিতাগুলো সমকালীন বাংলা কবিতার স্রোতে অংশীদারিত্বের একটি নতুন সংযোজন হবে বলে বিশ্বাস রাখি।
বইটি পাওয়া যাচ্ছে এখন তিউড়ি প্রকাশনের স্টলে। স্টল নং ৫২, সোহরাওয়ার্দী উদ্যান। অনলাইনে রকমারি থেকে অর্ডার করতে পারেন —
https://www.rokomari.com/book/211695/prantik-swor
#প্রান্তিক_কবিতা #গারো_কবিতা #আদিবাসী_কবিতা #মণিপুরি_কবিতা #প্রান্তিক_স্বর #মারমা_কবিতা #চাকমা_কবিতা #বইমেলা #মাইবম_সাধন #লেবিসন_স্কু #অং_মারমা #নিও_হ্যাপি_চাকমা
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D