সিনিয়র সাংবাদিক কাইয়ুম খান মিলনের ইন্তেকাল

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

সিনিয়র সাংবাদিক কাইয়ুম খান মিলনের ইন্তেকাল

ঢাকা, ২৯ মার্চ ২০২১ : রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিনিয়র সাব-এডিটর অব্দুল কাইয়ুম খান মিলন আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না …. রাজিউন)।জাতীয় প্রেসক্লাব সূত্রে জানা যায়, তার বয়স ৮৩ বছর। তিনি বিকেল ৩টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য মিলন স্ত্রী, এক ছেলে এবং আত্মীয়স্বজন এবং অসংখ্যক শুভাকাংক্ষী রেখে গেছেন।
প্রথম জীবনে তিনি স্কুল শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। তিনি সাপ্তাহিক চিত্রশক্তি, দৈনিক জনপদ, দৈনিক বার্তা, টেলিগ্রাফ এবং নিউ নেশনসহ বিভিন্ন পত্রিকায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর উপজেলার শ্রীনগর জন্মগ্রহণ করেন। মিলন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন।
মরহুমের নামাজে জানাজা রাজধানীর কালশীস্থ সংবাদিক কলোনি মসজিদে এশার নামাজের পরে অনুষ্ঠিত হবে। তাকে কালশী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বাম রাজনীতিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিনিয়র সাব-এডিটর অব্দুল কাইয়ুম খান মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।