চমক হাসানের যুক্তিফাঁদে ফড়িং

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২১

চমক হাসানের যুক্তিফাঁদে ফড়িং

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ০২ মার্চ ২০২১: চমক হাসান। শুধু নামে নয়, কাজের মধ্যেও চমক দেখান। এবারের বইমেলায় আমাদের সবার প্রিয় সেই চমক হাসানের নতুন প্রকাশিত বই নিয়েও থাকছে চমক। তবে এবারের বইয়ের চমক কিন্তু গণিত বা বিজ্ঞান নিয়ে নয়, বরং চমৎকার এক ভিন্ন বিষয়কে নিয়ে। একটু স্পষ্ট করে বলতে গেলে চারদিকের উল্টো-পাল্টা যুক্তি, নেতিবাচকতা কিংবা গোঁড়ামি্র বিরুদ্ধে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে এবং নিজস্বতাকে কাজে লাগিয়ে কি করে সামনে এগিয়ে যেতে হয়, এই বইটি যেন চমৎকার ও মজার ছলে তারই রূপরেখা এঁকে দেয়। বইটি সত্যিই মৌলিক এবং মজার, বইটি থেকে নেবার মত সত্যিই অনেক কিছু আছে।

রকমারিতে “যুক্তিফাঁদে ফড়িং” নামের এই বইটির প্রি -অর্ডার চলছে। প্রি-অর্ডার করতে ক্লিক করুন এই লিঙ্কে:- https://getashorturl.com/2Sh59