যুবমৈত্রীকে যুবদের পাশে থেকে লড়াই করতে হবে: মেনন

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

যুবমৈত্রীকে যুবদের পাশে থেকে লড়াই করতে হবে: মেনন

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ১১ এপ্রিল ২০২১ : “যুবমৈত্রীকে যুবদের পাশে থেকে লড়াই করতে হবে, তবেই উগ্র সাম্প্রদায়িক হেফাজতের বিরুদ্ধে লড়াইয়ে জিতা যাবে। এক উৎস নয় আরো অন্য উৎস থেকে ভ্যাক্সিন খুজে বের করে আনতে হবে।” বাংলাদেশ যুব মৈত্রীর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ওয়েবিনার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি উপরোক্ত কথা বলেন।

১০ এপ্রিল ২০২১ বিকেল ৩.৩০ মিনিটে জুম ওয়েবিনার এর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন বাদশা এমপি। সভায় বাদশা বলেন, যুব মৈত্রীর দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। জামাত-বিএনপির শাষন আমলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। দেশ এখন সাম্প্রদায়িক অপশক্তির সামনে দাঁড়িয়ে, এই উগ্র সা¤প্রদায়িক হেফাজতকে এখনি রুখে দিতে হবে। তিনি আরো বলেন, নিজেদের শক্তি বৃদ্ধি করতে হবে এবং মুক্তিযুদ্ধের ধারায় যে সকল শক্তি রয়েছে তাদের নিয়েই আমাদের একতাবদ্ধ হতে হবে। বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুব নেতা তৌহিদুর রহমান, মনির উদ্দিন পান্না, আব্দুল আহাদ মিনার, কাজী মাহমুদুল হক সেনা, কায়সার আলম, তাপস দাস, ফারহান বালি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

সভা পরিচালনা করেন যুবমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী।