সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১
বাগদাদ, ২৩ এপ্রিল ২০২১ : বাগদাদ বিমানবন্দরে মার্কিন সৈন্যদের একটি ঘাঁটিতে শুক্রবার তিনটি রকেট আঘাত হেনেছে। এতে এক ইরাকি সৈন্য আহত হয়েছে। নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সূত্র জানায়, রকেটগুলো ইরাকি সৈন্যের নিয়ন্ত্রণে থাকা বিমানঘাঁটি অংশে আঘাত হানে। মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের অংশ হিসেবে ওয়াশিংটনের মোতায়েন করা সৈন্যদের সাথে তারা এ ঘাঁটি শেয়ার করে।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরাকে মার্কিন স্বার্থে এটি হচ্ছে দ্বিতীয় হামলার ঘটনা। রোববার রাজধানীর উত্তরে আরেকটি বিমানঘাঁটি লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়। এতে ইরাকের তিন সৈন্য এবং বিদেশি দুই ঠিকাদার আহত হয়।
গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর থেকে সৈন্য, বাগদাদ দূতাবাস বা বিদেশি বাহিনীকে দেয়া ইরাকি সরবরাহ কনভয়সহ আমেরিকান স্বার্থের বিরুদ্ধে শুক্রবারের হামলা ছিল ২৩তম।
এসব হামলায় দুই আমেরিকান ও এক ইরাকি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D