শপিংমল-দোকানপাট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

শপিংমল-দোকানপাট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

ঢাকা, ২৫ এপ্রিল ২০২১: রোজাদারদের কথা বিবেচনা করে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বিকেল পাঁচটা থেকে বাড়িয়ে রাত নয়টা পর্যন্ত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, ‘সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে সিদ্ধান্ত ছিল, তা পরিবর্তন হয়ে আজ থেকেই রাত ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।আমি এমনটা জেনেছি। তবে এখনও কোনো প্রজ্ঞাপন আসেনি।’
চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে রোববার থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কথা জানিয়েছে ডিএমপি।
উল্লেখ্য,আগের সিদ্ধান্ত ছিল দোকানপাট ও শপিংমল সকাল ১০টায় খুলে বিকেল পাঁচটার মধ্যে বন্ধ করে দিতে হবে।