বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আরজু মাস্টার আর নেই

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আরজু মাস্টার আর নেই

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি। শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ এপ্রিল ২০২১: (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আরজু মাস্টার আর নেই । তিনি আজ সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‘৭১-এর বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আরজু মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের পিতার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ সহ জেলা-উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা।