২৬ এপ্রিল ২০২১ সোমবার রাতে ঢাকা স্কয়ার হাসপাতালে তিনি ৬৭ বৎসর বয়সে মৃত্যুবরণ করেন।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সন্তান ড. তনুজ কান্তি দে’র অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তিন ভাই ও চার বোনের মধ্যে বড়ভাই মনোজ কান্তি দে চা বাগানে কর্মরত ছিলেন, ২য় প্রয়াত তনুজ কান্তি দে, ৩য় অনুজ কান্তি দে জৈন্তাপুরে কর্মরত। এক বোন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিক হেনা দে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। আরেক বোন শ্রীমঙ্গলের ডাঃ তিলক কান্তি সেনের সহধর্মীনি অপর্ণা দে রত্না আমেরিকায় বসবাস করছেন।
তারা শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকায় বসবাস করতেন। প্রয়াত ড. তনুজ কান্তি দে ঢাকা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে উপাধ্যক্ষের দ্বায়িত্ব পালন ছাড়াও সিলেট মদন মোহন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধানের দ্বায়িত্ব পালন করেন। স্কুল জীবন থেকেই তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন। পরোপকারী ও সমাজসেবক হিসেবে নিজ এলাকাসহ সর্বক্ষেত্রেই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ছাত্র ইউনিয়নের একসময়ের তুখোড় নেতা, শ্রীমঙ্গলের সন্তান ও ঢাকা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষে ড. তনুজ কান্তি দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান। এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ।