সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১
রিওডি জানেরো (ব্রাজিল), ৩০ এপ্রিল ২০২১ : মহামারি করোনাভাইরাসে ব্রাজিলের মোট মৃত্যু সংখ্যা বৃহস্পতিবার ৪ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে দেশটি পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সরকারের ভূমিকার কারণে এ সংকট আরো বেড়েছে কি-না তা সিনেট তদন্ত করে দেখছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে ৩ হাজার ১ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ১ হাজার ১৮৫ জনে দাঁড়ালো। এদিক থেকে এখন কেবলমাত্র যুক্তরাষ্ট্র ব্রাজিলের সামনের সারিতে রয়েছে।
২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিলে মহামারিতে মৃত্যু হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। দেশটিতে প্রতি লাখে ১৮৯ জন প্রাণ হারিয়েছে।
এ বছরের শুরু থেকেই ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের হার অনেক বেড়ে যাওয়ায় বিভিন্ন হাসপাতালে রোগির চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এতে ব্রাজিলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে।
এদিকে ব্রাজিলের প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে। এটি দেশের মোট জনসংখ্যার ১৩ শতাংশের কিছু বেশি।
এছাড়া প্রায় ১ কোটি ২৭ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে।
টিভি গ্লোভ জানায়, ব্রাজিলের ২৭টি রাজ্যের ১৪টির বিভিন্ন নগরীতে টিকা স্বল্পতার কারণে দ্বিতীয় ডোজ টিকা দেয়া ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D