ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৪ লাখের বেশি মানুষ আক্রান্তের রেকর্ড

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, মে ১, ২০২১

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৪ লাখের বেশি মানুষ আক্রান্তের রেকর্ড

নয়াদিল্লী (ভারত), ০১ মে ২০২১: ভারতে শনিবার গত ২৪ ঘণ্টায় এই প্রথমবারের মতো নতুন করে ৪ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনের হিসাবে দেশটিতে এটি একটি নতুন বিশ্ব রেকর্ড। খবর এএফপি’র।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে মোট ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৯১ লাখে দাঁড়ালো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫২৩ জন করোনায় প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনে দাঁড়ালো।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, করোনাভাইরাসের পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় এবং সঠিকভাবে মৃত্যুর কারণ রেকর্ডভূক্ত না করায় কোভিড-১৯ রোগে আক্রান্তের ও মৃত্যুর প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের যে হিসাব দেয়া হচ্ছে, প্রকৃত সংখ্যা এর অনেক বেশি বলে তারা মনে করছেন।
প্রতিদিনের হিসাব অনুযায়ী কেবলমাত্র এপ্রিল মাসে ভারতে প্রায় ৭০ লাখ মানুষ নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ