সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, মে ১, ২০২১
নয়াদিল্লী (ভারত), ০১ মে ২০২১: ভারতে শনিবার গত ২৪ ঘণ্টায় এই প্রথমবারের মতো নতুন করে ৪ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনের হিসাবে দেশটিতে এটি একটি নতুন বিশ্ব রেকর্ড। খবর এএফপি’র।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে মোট ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৯১ লাখে দাঁড়ালো।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫২৩ জন করোনায় প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনে দাঁড়ালো।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, করোনাভাইরাসের পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় এবং সঠিকভাবে মৃত্যুর কারণ রেকর্ডভূক্ত না করায় কোভিড-১৯ রোগে আক্রান্তের ও মৃত্যুর প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের যে হিসাব দেয়া হচ্ছে, প্রকৃত সংখ্যা এর অনেক বেশি বলে তারা মনে করছেন।
প্রতিদিনের হিসাব অনুযায়ী কেবলমাত্র এপ্রিল মাসে ভারতে প্রায় ৭০ লাখ মানুষ নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D