সিলেট ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, মে ৩, ২০২১
ইংরেজি সাহিত্যে সপ্তদশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী কবি ও নাট্যকার জন ড্রাইডেনের ৩২১তম মৃত্যুবার্ষিকী আজ।
লেখক হিসেবে তিনি এতটাই প্রভাব বিস্তার করেছিলেন যে তাঁর আবির্ভাবকালকে বলা হতো ড্রাইডেনের যুগ। জন ড্রাইডেনের সঠিক জন্মতারিখ নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে। কেউ বলে, ১৬৩১ সালের ৯ আগস্ট তাঁর জন্ম। আবার কেউ বলেন, ১৯ আগস্ট। তবে এটুকু নিশ্চিত যে ইংল্যান্ডের নর্থাম্পটনশায়ারের আল্ডউংকল নামক একটি গ্রামে তাঁর জন্ম। গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়েই শুরু হয় তাঁর শিক্ষাজীবন। তবে এর কিছুদির পরই ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে তাঁর লেখাপড়ায় ছেদ পড়ে। বছর দুয়েক পরে আবারও নবদ্যোমে পড়ালেখা শুরু করেন তিনি। ১৬৫০ সালে ভর্তি হন ট্রিনিটি কলেজে। সেখান থেকেই লাভ করেন বি এ ডিগ্রি। মূলত বি এ ডিগ্রি লাভের পরই তিনি কবিতা লেখা শুরু করেন। সারা জীবনে তিনি ৩০টির বেশি নাটক রচনা করেছেন।
১৬৪৯ সালে লর্ড হেস্টিংস মারা গেলে তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি কবিতা রচনা করেন তিনি। এরপর তিনি কবিতা লেখেন রাজা দ্বিতীয় চার্লসের সিংহাসনে আরোহণকে কেন্দ্র করে। এই রাজার অধীনে তিনি রাজদরবারে একটি সম্মানীয় পদও লাভ করেন। ১৬৬৮ সালে তিনি লাভ করেন রাজার সভাকবির পদ। ১৬৬০ সালের মধ্যে দুটি নাট্যশালার সঙ্গেও সরাসরি যুক্ত ছিলেন ড্রাইডেন। এর একটিতেই মঞ্চস্থ হয় তাঁর প্রথম নাটক ‘দ্য ওয়াইল্ড গ্যালান্ট’। এরপর তাঁর হাতে রচিত হয়েছে ‘দ্য ইন্ডিয়ান কুইন’, দ্য ইন্ডিয়ান ইম্পেরর’-এর মতো বেশ কিছু নাটক। নাটক লেখার জন্য ১৬৬৮ সালে একটি কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধও হন তিনি। মূলত ১৬৮০ সাল পর্যন্ত নিয়মিত নাটক লিখে গেছেন তিনি। এরপর মনোযোগ দেন কবিতার দিকে। ড্রাইডেনের নিজের ভাষায় ১৬৮২ সালটি ছিল তাঁর কবি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৭০০ সালের ৩ মে মৃত্যুবরণ করেন জন ড্রাইডেন।
#
সৈয়দ আমিরুজ্জামান
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, কলামিস্ট ও সাংবাদিক ;
বিশেষ প্রতিনিধি, সাপ্তাহিক নতুন কথা
সম্পাদক, আরপি নিউজ;
সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, মৌলভীবাজার জেলা।
ইমেইল : rpnewsbd@gmail.com
০১৭১৬৫৯৯৫৮৯
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D