না ফেরার দেশে প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, মে ৭, ২০২১

না ফেরার দেশে প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৭ মে ২০২১ : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সুরকার অনুপ ভট্টাচার্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (০৬ মে ২০২১) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন অনুপ ভট্টাচার্যের মেয়ে জামাই নাট্য নির্দেশক সুদীপ চক্রবর্তী।

পারিবারিক সূত্র জানায়, অনুপ ভট্টাচার্য ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার বাসায় হঠাৎ করেই নিস্তেজ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনুপ ভট্টাচার্যের জন্ম ১৯৪৫ সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘নোঙর তোলো তোলো’সহ অনেক সমবেত গানে কণ্ঠ দেন তিনি।

বহু জনপ্রিয় গানের সুরকার অনুপ ভট্টাচার্য। যার মধ্যে রফিকুল ইসলামের গাওয়া বৈশাখী মেঘের কাছে ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচাযের্র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, সংগীতে অনুপ ভট্টাচার্যের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং তঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ওয়ার্কার্স পার্টির শোক 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচাযের্র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ আমিরুজ্জামানের শোক 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচাযের্র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান। তাঁর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।

এ সংক্রান্ত আরও সংবাদ