নেপালের কমিউনিস্ট নেতা কমরেড কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, মে ১৪, ২০২১

নেপালের কমিউনিস্ট নেতা কমরেড কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ

কাঠমান্ডু (নেপাল), ১৪ মে ২০২১ : নেপালে আইন প্রণেতাদের আস্থা ভোটে হেরে যাওয়ায় ক্ষমতাচ্যুত হওয়ার পর কমিউনিস্ট নেতা কমরেড কেপি শর্মা ওলিকে আবারও দেশটির প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে।কেপি শর্মা ক্ষমতাসীন নেপালি কমিউনিস্ট পার্টি এবং জোট শরিকদের মধ্যে কয়েকমাস ধরে বিরোধের পরে সোমবার অনাস্থা ভোটে হেরে যান।

তবে পরে প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করার আহবান জানান। পরে নেপালি কংগ্রেস দেখতে পায় যে তারা সংখ্যাগরিষ্ট জোটকে একত্রিত করে প্রার্থী দিতে সক্ষম হয়নি।
এতে পার্লমেন্টে বৃহত্তম দলের নেতা হিসেবে কমরেড কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদে পূনর্বহাল হয়েছেন।
প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি প্রধানমন্ত্রী হিসেবে কেপি শর্মা ওলিকে নিয়োগ দিয়েছেন।’

কমিউনিস্ট নেতা কমরেড কেপি শর্মা ওলিকে আবারও নেপালের প্রধানমন্ত্রী নিয়োগ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ