সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মে ২০, ২০২১
সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ২০ মে ২০২১ : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে অদ্য বৃহস্পতিবার (২০ মে ২০২১) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটি।
শ্রীমঙ্গল চৌমুহনীতে আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো: নাসির আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ইসমাইল মাহমুদ, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, সাংবাদিক কে এস এম আরিফুল ইসলাম, সংগঠনের সহসভাপতি রাজু আহমদ রাজ, দপ্তর সম্পাদক সুদীপ কৈরি, তজমুল হোসেন দিমন, গণমূল্যায়ন পত্রিকার আলমগীর হোসেন, দৈনিক পরিবর্তন সংবাদের সাহাবুূদ্দিন আহমদ, প্রতিক্ষণ বার্তার তফাজ্জুল হোসেন মানিক, সাপ্তাহিক জয়বার্তার রাসেল আহমদ, মানবাধিকার কর্মী সুমন আহমদ, সহসাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, জেটিভির মারজান আহমদ, বাংলাদেশ প্রতিক্ষণের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শেখ জুয়েল রানা প্রমূখ।
পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য সচিবের অফিস স্টাফদের অসদাচরণ, আটকে রেখে হয়রানি ও তথ্য চুরির মতো হাস্যকর অভিযোগ এনে গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান বলেন, “এটা গণস্বার্থ রক্ষার জন্য বস্তুনিষ্ঠ ও প্রগতিশীল সাংবাদিকতার পরিপন্থী। যা গণমুখী সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীন বিকাশের জন্যও হুমকিস্বরূপ।”
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D