একটা ছোট গল্প যা কিনা বদলে দিতে পারে অনেক কিছু

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মে ২২, ২০২১

একটা ছোট গল্প যা কিনা বদলে দিতে পারে অনেক কিছু

ফারহান ই সাফরিন | ঢাকা, ২২ মে ২০২১ :

১০ জন বেস্ট স্টুডেন্ট যারা কি না Saumya Basu দাদার তরফ থেকে সম্মাননা পাবে শেষ মাষ্টার ক্লাসে  ….
আলহুমদুলিল্লাহ আজ ছিল আমাদের ১১তম মাস্টার ক্লাস …. স্টোরি টেলিং নিয়ে আজকের ক্লাসটি সাজানো হয়েছিল। একটা ছোট গল্প যা কিনা বদলে দিতে পারে অনেক কিছু  … সত্যি কি তাই?
হুম একদম তাইন …. আমাদের বিজনেসকে কেমন করে একটা সুন্দর গল্পের মাধ্যমে সকলের কাছে উপস্থাপন করা যায় কিভাবে টাচ করা যায় ইমোশন কে….কারন আমরা পণ্য কিনি না কিনি ইমোশন বা অনুভূতি…
আমাদের বেশ কিছু ভিডিও দিয়েও অনেক কিছু বুঝেয়ে দেয়া হয়েছে যা সত্যি মন ছুয়ে যাওয়ার মতো …

স্রতি কহলি ম্যাম ছিলেন আমাদের গ্লোবার মাস্টার….
ইংরেজিতে ক্লাস নিলেও এতো সুন্দর করে সবার জন্য একটা ক্লাস সাজিয়েছেন বলার বাহিরে।কেননা বাচন ভঙ্গি, বোঝানোর স্টাইল খুবই সাবলীল ছিল।আমাদের সাধারণ একটা চিন্তা কে কেমন করে অসাধারণ করে সবার সামনে উপস্থাপন করা যায় সেটা নিয়েই তিনি আজ সবাইকে বললেন।আর তার দেখানো বিজ্ঞাপন গুলো অসাধারণ ছিল যা রীতিমতো চোখে পানি এনেছিল কম বেশি সবার… আসলে মনের শক্তি থাকলে যে কোন বয়সে যা ইচ্ছে করা যায়…
হার না মেনে কাজ করতে হবে…

মাহাবুবুল  আলম স্যার আমাদের প্রতিটা সেশনে বাংলাদেশের বাংলা ভাষাভাষীদের জন্য ভরসা….কেননা তিনি না থাকলে হয়তো যারা  একটু  ইংলিশে কাচা এই ক্লাস গুলো বুঝতে সমস্যাই হয়ে যেত…
আজকে তার ক্লাসের শুরুটাই চমক ছিল।তিনি খুব চমৎকার ভাবে স্টোরি টেলিং এর বাংলা ভার্সনের ক্লাস টা শেষ করলেন…

এছাড়া যার কথা না বললেই না
কে এম খালিদ স্যার ছিলেন আমাদের চিফ গেস্ট।তিনি উইতে এর আগে আরও ৪ বার এসেছেন।তার যে কথাটি ভালো লাগে তা হলো তিনি  উই তে বার বার আস্তে চান নিজ ইচ্ছায়।এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

নাসিমা আক্তার নিশা  আপু, Lima Kabir  আপু তো সব সময় থাকেন। নিশা আপু, সৌম্য দাদা ছাড়া তো আমরা এই ক্লাস গুলো কল্পনাও করতে পারতাম না।
অবাক লাগে ক্লাস গুলোর পিছনে কতটা এফোড দিতে হয় তা হয়তো আমরা সেভাবে বুঝতে পারি না কারন রেজিষ্ট্রেশন করে খাতা কলম নিয়ে বসে গেলাম ব্যস…

প্রায় শেষ ক্লাসই বলা চলে 😔
এই সেশন এর শেষ  ক্লাস  আগামী ২৬ শে জুন। সবাই প্রস্তুত থাকবেন।সামনে থাকছে অনেক চমক 🥰🥰
অনেক অনেক ধন্যবাদ আমাদের এত বড় একটা সুযোগ করে আমাদের দক্ষতা,আমাদের ব্যবসা সম্পর্কিত খুটি নাটি বিষয়ে জানানোর জন্য সবচেয়ে বড় বিষয় দেশে থেকে এমনকি ঘরে বসে ইন্টারন্যাশনাল লেবেলের ক্লাস করার সুযোগ করে দেবার জন্য।
আর হ্যাঁ আজ যে কথাটি বলা হয়েছে আবার… উইতে আই ‘I’ বলে কিছু নাই
আমার WE  🥰…..

আমি সাফরিন
কো অর্ডিনেটর ঢাকা জেলা
আশকোনা উত্তরা

ওনার অফ Deshi Amber-দেশী অম্বর

এ সংক্রান্ত আরও সংবাদ