রোজিনার জামিনে ডিইউজের সন্তোষ প্রকাশ

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

রোজিনার জামিনে ডিইউজের সন্তোষ প্রকাশ

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৩ মে ২০২১ : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিনে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার এক বিবৃতিতে সন্তোষ প্রকাশ করেন ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

বিবৃতিতে নেতৃবৃন্দ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বিদ্যমান বিভিন্ন আইনের ধারা ও উপধারা বিলোপের দাবি এবং একই সঙ্গে সাংবাদিকদের রক্ষার জন্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন এবং গণমাধ্যমকর্মী আইন অবিলম্বে সংসদে পাস করার আহ্বান জানান।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিনে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ