সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২১
সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ২৯ মে ২০২১ : সাপ্তাহিক মনুবার্তা’র প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মণ্ডলীর সদস্য জননন্দিত নেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমদকে হারানোর প্রায় দুই বছর হতে চলল! ২৯ মে, ২০২১ তাঁর ২য় প্রয়াণ দিবস! তিনি নিপীড়িত-বিপন্ন গণমানুষের আত্মার আত্মীয় ছিলেন; ছিলেন সামাজিক বৈষম্য ও অর্থনৈতিক মুক্তিসংগ্রামের অগ্রদূত। তাঁর প্রয়াণে আমরা হারিয়েছি প্রগতিশীল, অসাম্প্রদায়িক, সাম্য-মানবিক সমাজ গঠনের নিরন্তর লড়াইয়ের এক পুরোধাকে! তবে, লড়াই সংগ্রামের আলোকবর্তিকা হয়ে আছেন তিনি আমাদের মাঝেই।
শোষণ বঞ্চনাহীন অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ সমাজ গঠনের তাঁর স্বপ্ন-আকাঙ্ক্ষাকে লালন করতে এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২৯ মে, ২০২১, শনিবার আমরা আবারো মিলিত হবো অন-লাইন স্মরণ সভায়। তাঁর আজীবন লালিত আকাঙ্ক্ষা আর আদর্শকে এগিয়ে নিতে এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অন-লাইন স্মরণ সভায় যুক্ত হওয়ার জন্য সবাইকে সবিশেষ অনুরোধ জানাচ্ছি।
শুভেচ্ছাসহ
কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদ।
———————
স্মরণ সভার সময় ও সংযুক্ত হওয়ার প্রয়োজনীয় তথ্য:-
তারিখ: শনিবার, ২৯ মে ২০২১
সময়: বাংলাদেশ রাত ০৮:০০ টা
লন্ডন বিকাল ০৩:০০ টা
ফ্রান্স/ইটালি বিকাল ০৪:০০ টা
নিউইয়র্ক/টরেন্টো/মন্ট্রিল সকাল ১০:০০ টা
শিকাগো সকাল ০৯:০০ টা
অনলাইন মাধ্যম: Zoom
মিটিং আইডি: 827 5132 8519
পাসকোড: 2021
Zoom লিংক: https://us02web.zoom.us/j/82751328519?pwd=bVJKbHhFTzNBbmY1QmFNV3FlQU1WQT09
Join our Cloud HD Video Meeting
us02web.zoom.us
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D