সিলেট ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুন ৩, ২০২১
ফারজানা নেহা || মিলান (ইটালি), ০৩ জুন ২০২১ : আমি ব্যক্তিগতভাবে মার্কেটিং এর স্টুডেন্ট ছিলাম। আমার গ্রাজুয়েশন post-graduation দুটোই মার্কেটিংয়ে। এবং আমার ১১ বছরের ক্যারিয়ার ছিল মার্কেটিং বেইজ। তাই যখন আমি পেইজটা শুরু করার কথা চিন্তা করি, প্রতিটা জিনিস খুব পর্যবেক্ষণ করে, চিন্তা-ভাবনা করে, তারপর শুরু করেছি। এটা আমার পেইজের নাম হোক আর আমার পেইজের ট্যাগলাইন হোক লোগো হোক।
অনেকেই আমার কাছে জানতে চান আমার পণ্যের গুণগত মান সম্পর্কে। আমার মনে হয় কেউ যদি একটু চিন্তা করেন, এ প্রশ্নটা আমাকে করা হতো প্রয়োজনই হবে না। কেননা আমার পণ্য সম্পর্কে বিস্তারিত কিন্তু আমার পণ্যের নামে, আমার ট্যাগ লাইনে এবং আমার লোগোতে স্পষ্টভাবে বর্ণিত আছে। যেমন ধরুন “সুচিতা” নামের অর্থ হচ্ছে পরিছন্নতা, আমার স্লোগান “we bound with quality” আমার সাথে আমার লোগো যেটা দেখলেই বোঝা যায় এই পেজটাতে মসলা বিক্রয় করা হয়।
তাহলে যখন তিনটা মিলিয়ে দিচ্ছি তখন কি দাঁড়াচ্ছে আমরা পরিচ্ছন্ন উপায় কোয়ালিটি সম্পন্ন মসলা বিক্রয় করি। এই কথাটার মানে হচ্ছে আপনি যখন কিছু পরিচালনা করবেন বিক্রয়ের জন্য। আপনার পেইজের প্রতিটা জিনিস হতে হবে এইরকম যেটা আপনার পণ্যকে খুব সুন্দর ভাবে সবার সামনে তুলে ধরতে সাহায্য করে।
আমি ফারজানা নেহা
. . . স্বত্বাধিকারী
🌹Suchita-সুচিতা🌹
We bound with quality
এই পন্যের সমস্ত দায় বদ্ধতা সম্পূর্ণ আমার নিজের উই কর্তৃপক্ষ কোন ভাবে এর ক্রয়-বিক্রয়ের সাথে সাথে সম্পৃক্ত না।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D