সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২১
সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ০৬ জুন ২০২১ : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল এর আয়োজনে এবং এবং বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম ও লাউয়াছড়া বন ও জীব বৈচিত্র রক্ষা আন্দোলন, শ্রীমঙ্গলের সহযোিগিতায় ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা’। এই শ্লোগানকে সামনে রেখে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাক শ্রীমঙ্গল ৩ জুন ২০২১ রাত ৮টায় এই ওয়েনিবারের আয়োজন করে। সনাকের সম্মানিত সহ সভাপতি জলি পালের স্বাগত বক্তব্যের মাধ্যমে সনাকের সম্মানিত সভাপতি সভাপতি ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
ওয়েবিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক প্রথম আলো’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও ছড়াকার আকমল হোসেন নিপু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি ও প্রকৃতিবাদী লেখক দীপংকর ভট্টাচার্য (লিটন), সাংবাদিক ও কলামিস্ট ইসমাঈল মাহমুদ এবং স্বজন সদস্য এস এ হামিদ, আবু নাসের, আবদুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, আইডিয়া শ্রীমঙ্গলের প্রজেক্ট ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার, লেখক পরিমল সিং বাড়াইক, সনাক সদস্য রহমত আলী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরপদার, শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পরিবেশ কর্মী, সরকারি কর্মকর্তাবৃন্দ, আদিবাসী নেতৃবৃন্দ এবং ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সনাকের সদস্য শাহ আরিফ আলি নাসিম এবং কারিগরি সহযোগিতায় ছিলেন পারভেজ কৈরী, এরিয়া কো-অর্ডিনেটর, সনাক শ্রীমঙ্গল, টিআইবি ও হোজ্জাতুল ইসলাম টিআইবি ঢাকা।
দিবসটি উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রতিবেশ ও প্রাণ বৈচিত্র সংরক্ষণ বিষয়ক গবেষক পাভেল পার্থ। ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারপার্সন ও সনাক সদস্য জিডিশন প্রধান সুূছিয়াং, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), মৌলভীবাজার এর জেলা সমন্বয়ক আ স ম সালেহ সোহেল, দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজতশুভ্র চক্রবর্তী, এমসিডা’র নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন এবং টিআইব সিলেট ক্লাস্টার কোর্ডিনেটর নাজমা খানম নাজু।
বিশ্ব পরিবেশ দিবস’২০২১ উপলক্ষ্যে টিআইবি’র ও সনাক শ্রীমঙ্গল এর পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয় :
১.জাতীয় পরিবেশ নীতি ২০১৮ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ নীতি ও পরিবেশ সংরক্ষণের সাথে সম্পর্কিত সকল আইন ও বিধি-বিধান বাস্তবায়ন ও প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক ও আইনগত সক্ষমতা বৃদ্ধি করাসহ প্রতিষ্ঠানসমূহে সুশাসন নিশ্চিত করতে হবে;
২.লাউয়াছড়া, বাইাবিল এবং সুন্দরবনসহ সকল বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে নীতি নির্ধারণী পর্যায়ে সদিচ্ছার প্রকাশ ঘটিয়ে বিদ্যমান ‘বাংলাদেশ পরিবেশ আইন’ কঠোর প্রয়োগের মাধ্যমে জড়িতদের পরিচয় ও অবস্থান নির্বিশেষে যথাযথ প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে;
৩.পরিবেশ রক্ষার অপরিহার্য্য অনুসঙ্গ বন এবং জীববৈচিত্র্যকে রক্ষায় নির্ভরযোগ্য, দক্ষ এবং স্বার্থের দ্বন্দ্ব নয় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে যেকোনো অবকাঠামো উন্নয়ন বিশেষ করে সুন্দরবনের অদূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সহ সব ধরনের ঝুকিপূর্ণ প্রকল্পের কার্যক্রম স্থগিত করে পরিবেশগত প্রভাব মূল্যায়ন সাপেক্ষে অনুমোদন করতে হবে;
৪.কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সব ধরনের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, প্রসার ও ব্যবহারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে;
৫. বিশ্বের প্রধান কার্বন নি:সরণকারী দেশ হিসাবে ‘প্যারিস চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রসহ সকল শিল্পোন্নত দেশের অঙ্গীকার অব্যাহত রাখতে হবে;
৬.‘দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান নীতি বিবেচনা করে ঋণ নয়, শুধু সরকারি অনুদান, যা উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত এবং ‘নতুন প্রতিশ্রুতি দিয়ে স্বীকৃতি দিয়ে ‘প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোতে বায়ু দূষণ বিশেষকরে কার্বন নিঃসরণ রোধে প্রশমন বাবদ প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।
৭.জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষনের প্রভাব মোকাবেলায় সকল প্রকার সম্পদ ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D