দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২১

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ

।।|| রিপা জামান ||।। খুলনা, ০৭ জুন ২০২১ : কথায় আছে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।

হ্যাঁ একসাথে কাজ করলে অনেক কঠিন কাজও একসময় সহজ হয়ে যায়।
সকালে একটা পোস্ট করেছিলাম আমাদের পেইজের অর্গানিক লাইক বাড়ানো আইডিয়া নিয়ে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আপনারা অনেকেই আমার ডাকে সাড়া দিয়েছেন এবং সহমত জানিয়েছেন।
আমার ওই পোস্ট টাতে যারা কমেন্ট করেছেন তাদের সিরিয়াল অনুযায়ী অন্তত ৯ জনের প্রোফাইলে আমি ভিজিট করেছি। ৪ জনের প্রোফাইলে আমি তাদের পেইজ মেনশন পেয়েছি এবং বাকি ক’জনের পেইজ না পেয়ে তাদের ইনবক্সে নক করে পেইজের লিংক নিয়ে তাদের পেইজে লাইক কমেন্ট করেছি।
কিন্তু আমার কাছে মনে হলো এটা বেশ সময় সাপেক্ষ ব্যপার।
এজন্য আমি সবাইকে অনুরোধ করবো যারা আমার এই কর্মযজ্ঞে সামিল হতে চান তারা আমার ইনবক্সে আপনাদের পেইজের লিংকটা একটু দিবেন প্লিজ।কথা দিচ্ছি আপনাদের সবার পেইজই ভিজিট করবো ইনশাআল্লাহ।
আশা করছি ভালো কিছু হবে।
সবার উদ্যোগের সফলতা কামনা করছি।

https://www.facebook.com/খলিসারাণী-KhalisaRani-100218455233794/