পিছনের গল্পটাও জানতে হবে

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ৭, ২০২১

পিছনের গল্পটাও জানতে হবে

।।|| মিতু আক্তার ||।। ঢাকা, ০৭ জুন ২০২১ : 💢তুমি বড় ভাগ্যবতী❗

♦ এই তুমিরা হচ্ছেন যারা ইতোমধ্যে সফল তারাই।আমাদের প্রায়ই তাদের দেখে মনে হয় ইশ! কি সুখ আহা! কি আনন্দ, হুমমম!! অনেেেেক সফল।
তাই না ❓
♦কিন্তু কখনো কি গভীরভাবে চিন্তা করি,তাদের এই পর্যন্ত কতোটা পথ পাড়ি দিয়ে এসেছে। আজকে ১০ লাখ সদস্য পূরনের জন্য আমাদের মধ্যে উল্লাসের শেষ নেই। কিন্তু এই পথটাও উই পরিবারের জন্য সহজ ছিলো না।অনেক আলোচনা সমালোচনাকে উপেক্ষা করে তবেই না আজকের এই জয়।
♦আজকে যাদেরকে প্রতিযোগী ভাবছেন হয়তো মনে করছেন আমি তো উইতে আগে জয়েন করেছি তাহলে আমি কেন পিছিয়ে গেলাম?? কিন্তু ভালো করে জেনে দেখবেন বাস্তবে তার উদ্যোগ হয়তো অনেক অনেক আগে শুরু।তার অভিজ্ঞতাও ঢের বেশি।
♦তাই শুধু সামনের গল্প পড়লেই চলবে না।পিছনের গল্পটাও জানতে হবে। নাহলে আমাদের মনই ধোঁয়াশায় থেকে যাবে।

♦উইতে প্রতিনিয়ত সফলদের জয়জয়কার, তাদের শুভেচ্ছার পাহাড়, উজ্জল হাসিমুখ, বিলবোর্ডে ( কভার ফটোতে) আসতে দেখে নিজের মনেও ইচ্ছা জাগতে পারে ভাগ্যকে যাচাই করার।একটু সৌভাগ্যবতী হওয়ার !!
সেজন্য এখন থেকে আস্তে ধীরে অনেকটা পথ পাড়ি দেওয়ার জন্য তৈরি হতে হবে। তখন অন্য কেউ হয়তো আপনা্কে দেখে বলবে,না না তুমিই বড় ভাগ্যবতী।❤

🌺মিতু
🌺ঔনার অফ বিশ্রুতি
🌺 কাজের ধারা- হ্যান্ডপেইন্ট