একটা প্রোডাক্টের পিছনে কতটা ক্লান্তি আর ভালবাসা জুড়ে থাকে

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

একটা প্রোডাক্টের পিছনে কতটা ক্লান্তি আর ভালবাসা জুড়ে থাকে

নাশিদ শবনম পূর্ণতা |ঢাকা, ১৩ জুন ২০২১ : একটা প্রোডাক্টের পিছনে কতটা ক্লান্তি আর ভালবাসা জুড়ে থাকে তা সেই ব্যক্তিই জানে।

আপনি আমি তো শুধু ছবি দেখি আর ভাবি ও আচ্ছা এইটা সুন্দর তো। দেখতে অনেক সহজের তালিকায় ফেলে দিবো ।এমন ভাব নিবো এইটা তো যে কেউ পারে
একটা গহনা করতে মাঝে মধ্যে আমার ২ ঘন্টাও সময় লেগে যায় । গহনা বানাতে বসলাম আর হয়ে গেল এমন নয়।

রঙ মেলাতে হয় একটা পারফেক্ট ডিজাইন ভাবতে হয় সেটি পারফেক্ট না হলে পুনরায় আবার বানাতে হয়।

যদি পারফেক্ট হয়ে যায় তারপর আসে ছবি । যেহেতু অনলাইন বিজনেস সেক্ষেত্রে ছবির দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হয়।

একটা ছবি তুললেই কি হয় ???

না মিনিমাম ১টা প্রোডাক্টের ১০টা ছবি তুলি তারপর বাছায় হয়।

সেই ছবির পেছনে আবার সময় দিতে হয়।

প্রোডাক্টের কালার ঠিক মত আসলো কি না ? সবার কাছে ছবি টা ভাল লাগবে তো।

তারপর যখন পুরোপুরি ঠিক ঠাক হয় তখন চলে পেজে গ্রুপে দেবার পর্ব।

আসলে যতটা আমরা মনে ততটা সহজ না।

“এই পণ্যের গুনগত মান আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই” কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা ‘।

Nasima Aktar

আমি শবনম
ওনার অফ Shadow Script :ছায়ালিপি

এ সংক্রান্ত আরও সংবাদ