হ‍্যান্ডপেইন্টেড মসলিন

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

হ‍্যান্ডপেইন্টেড মসলিন

ফওজিয়া সুলতানা ডেইজি | খুলনা, ১৩ জুন ২০২১ : মসলিন বাংলাদেশের জিআই প্রাপ্ত পণ্য, আমাদের ঐতিহ্য। এর এই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব একমাত্র রাজশাহীবাসীর না, বরং বাঙালী হিসেবে আমাদের সবার; যারা কাপড় নিয়ে কাজ করি।আমি মূলত হ‍্যান্ডপেইন্ট শিল্পের উদ‍্যোক্তা আর এই শিল্পটাকে কাপড়ের মাধ্যমে প্রকাশ করতে হয়। তাই মাধ্যম হিসাবে ব‍্যবহার করি দেশীয় কাপড়গুলো যেমন : হ‍্যান্ডলুম সুতী, জামদানি, হাফসিল্ক এবং পরবর্তীকালে যুক্ত হয়েছে রাজশাহীর মসলিন ও সিল্ক। একটা নির্দিষ্ট শ্রেনীর কাছে মসলিন সবসময়ই জনপ্রিয়। তাই হ‍্যান্ডপেইন্ট এর নতুনত্ব যোগ করে মসলিনকে প্রচার ও প্রসার ঘটানো সম্ভব।

এ সংক্রান্ত আরও সংবাদ