প্রতিটা মানুষের কাজের ক্ষেত্রে সঠিক পথ নির্বাচন করা উচিত

প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২১

প্রতিটা মানুষের কাজের ক্ষেত্রে সঠিক পথ নির্বাচন করা উচিত

দীপা মাহমুনুর | ঢাকা, ১৬ জুন ২০২১ : প্রতিটা মানুষের কাজের ক্ষেত্রে সঠিক পথ নির্বাচন করা উচিত। …..

আমি কোন পথে হাটব সেটা আমাকেই নির্বাচন করতে হবে। …. তবে অবশ্যই জেনে বুঝে করতে হবে। …. নয়ত সারাজীবনেও সফলতা আসবেনা।
আমি যে কাজটি করব, সেই কাজের জন‍্য আমাকে এমন একটি মাধ্যম নির্বাচন করতে হবে; যার দারা আমি আমার কাজটি নিয়ে সুদূঢ় পথ পাড়ি দিতে পারব এবং একটা সময় গন্তব‍্যে পৌছাতে পারব।
যেমন : আমি একজন অনলাইন উদ‍্যোক্তা। আমি কাজ করছি পোশাক নিয়ে। আমার উদ‍্যোগের নামে একটি পেইজ আছে। সেখানে আমি পোশাক নিয়ে পোস্ট দেই। … পেইজ থেকে আমার দেড় বছরে সেল এসেছে তিনটা। কারণ আমি পেইজটা বুষ্ট করিনি।
এখন কথা হল তাহলে সেল কিভাবে বাড়বে? আমি চিন্তা করলাম বুষ্ট করতে যেই টাকা খরচ করব সেই টাকা তো পণ‍্য বিক্রি করে লাভ করতে হবে। বুষ্ট করা মানেই তো সেল বাড়া নয়। তাহলে বুষ্টের টাকাটা যদি লস হয়?
একসময় দেখলাম পরিচিত জনরা নক দিচ্ছেন টুকটাক কিনছেনও। এখন আমার ফ্রেন্ড লিষ্টে মাত্র অল্প কিছু ফ্রেন্ড আছে তারা তো আর প্রতিদিন কিনবেনা।ফ্রেন্ড কিভাবে বাড়াবো?
এখনতো আমার পার্সোনাল ব‍্র‍্যান্ডিং দরকার। কিভাবে কি হবে কিছুই তো জানিনা। কিভাবে যেন উইতে যুক্ত হলাম। উইতে কি হয় আসলে কিছুই জানিনা। পোস্ট পড়া শুরু করলাম। শুধু পোস্ট পড়তে পড়তে জানতে পারলাম এখানে কমেন্ট করতে হয়।
কমেন্টের মাধ‍্যমে অনেকের সাথে ভালো সম্পর্ক তৈরী হল এবং ফ্রেন্ড লিষ্ট বড় হতে থাকে। তারপর আর থেমে থাকতে হয়নি। শুরু হল আমার সঠিক পথ চলা। এখনো চলছি এবং গন্তব্যে পৌছানোর চেষ্টা করছি। আমি আমার সঠিক পথটি নির্বাচন করতে পেরেছি। আর আমার সেই পথ হল উই।

আমি দীপা
স্বত্তাধিকারী কুসুমকানন

এ সংক্রান্ত আরও সংবাদ