আরও অনেক মজাদার আইটেম

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১

আরও অনেক মজাদার আইটেম

ফারজানা আক্তার হাসি | সিরাজগঞ্জ, ১৯ জুন ২০২১ : ছাতু কি? এটা কিভাবে খায়?

এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ইনবক্সে।
ছাতু হল মিক্সড পাউডার। যব+গম+ভুট্রা+বাদাম+ছোলা+চাল ইত্যাদি দিয়ে বানানো হয়। অনেকে আবার শুধু ছোলা দিয়েও বানিয়ে থাকে।
এই ছাতু যদি রোজ খাওয়া যায় তাহলে শরীরের পুষ্টি ঘাটতি অনেকটাই কমবে। ছাতু খাওয়ার জন্য পুষ্টিবিদরা সাজেস্ট করেন।
এই ছাতু দিয়ে পিঠা, নাড়ু, সরবত, ঝাল ঝাল ছাতু মাখা আরও অনেক মজাদার আইটেম করা যায়🥰

“এই পন্যের গুনগত মান আমি সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে পোস্ট করেছি। “উই”  কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা”

ফারজানা আক্তার হাসি
উই জেলা সহ. প্রতিনিধি,সিরাজগঞ্জ।

কাজ করছি ডালের বড়ি,ছাতু ও শাড়ি নিয়ে😍
ওনার অফ (দেশাল)

এ সংক্রান্ত আরও সংবাদ