কমরেড তাপসের ভগ্নীপতি ডাঃ অজিত দেব আর নেই

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২১

কমরেড তাপসের ভগ্নীপতি ডাঃ অজিত দেব আর নেই

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ জুন ২০২১ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস কুমার ঘোষের ভগ্নীপতি ডাঃ অজিত দেব শনিবার (১৯ জুন ২০২১) রাত ৯.৪০টায় সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। এক ছেলে ও দুই মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি

সর্বজন পরিচিত সমাজসেবী ও মির্জাপুর চা বাগানের অবসরপ্রাপ্ত কম্পাউন্ডার ডাঃ অজিত দেব ১নং মির্জাপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কমরেড তাপসের ভগ্নীপতি ডাঃ অজিত দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
এছাড়াও শোক প্রকাশ করেছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও সিলেট বিভাগীয় অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সৈয়দা তাহমিনা বেগম, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের ফরিদ মিয়া, জাতীয় কৃষক সমিতির নিয়াজ আলী, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আব্দুল মালেক, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও আহলে সুন্নত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল ও সাধারণ সম্পাদক সহীদ হোসেন ইকবাল, বৈদ্যুতিক সরঞ্জামাদি বিক্রয়ের পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘লাইট হাউস’-এর সুধীর চাষা, তিউড়ি প্রকাশনের স্বত্বাধিকারী কবি মাইবম সাধনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।