জীবনের পাঠশালায় “মাগুরছড়া ব্লো-আউটের দুই যুগ ও আমাদের করণীয়” LIVE অনুষ্ঠান : মূখ্য আলোচক সৈয়দ আমিরুজ্জামান

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

জীবনের পাঠশালায় “মাগুরছড়া ব্লো-আউটের দুই যুগ ও আমাদের করণীয়” LIVE অনুষ্ঠান : মূখ্য আলোচক সৈয়দ আমিরুজ্জামান

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২১ জুন ২০২১ : আগামীকাল ২২ জুন ২০২১ (মঙ্গলবার) রাত ৮-৩০ জীবনের পাঠশালায় “মাগুরছড়া দুর্ঘটনার ২৪ বছর ও আমাদের করণীয়” শীর্ষক LIVE অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।আলোচক হিসেবে আরও বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টীর মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস ঘোষ ও বাংলাদেশ যুব ইউনিয়নের মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি এডভোকেট মাসুক।

সঞ্চালনায় থাকবেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও জীবনের পাঠশালার অন্যতম পরিচালক বাপ্পাদিত্য বসু।
বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জীবনের পাঠশালার পরিচালক হিমাংশু মিত্র সকলকে জীবনের পাঠশালা পেইজে এ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
LIVE দেখুন ও শেয়ার কমেন্ট করুন।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ